পটিয়ায় ফুটপাত দখল ও অনুমোদনহীন স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৩২

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করায় ১৫টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, অভিযানে সড়ক ও ফুটপাতে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী রাখা, অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১৫ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পটিয়া পৌরসভা কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পৌরসভার নিয়ম ভঙ্গ করে কেউ ব্যবসা বা নির্মাণকাজ করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম-বরিশাল ম্যাচে তৃতীয় দিন মাঠে গড়িয়েছে ১৫ ওভার
তিনটি আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
১০