পটিয়ায় ফুটপাত দখল ও অনুমোদনহীন স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৩২

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করায় ১৫টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, অভিযানে সড়ক ও ফুটপাতে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী রাখা, অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১৫ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পটিয়া পৌরসভা কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পৌরসভার নিয়ম ভঙ্গ করে কেউ ব্যবসা বা নির্মাণকাজ করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০