শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৬
বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী ৭টি ইন্টারসেকশনে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম চলবে।

আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

সভায় বলা হয়, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েটের তত্ত্বাবধানে ২২টি সিগন্যাল স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অধীনে পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী উল্লিখিত করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলটিং কার্যক্রম চলবে।

ট্রাফিক ক্রসিং পাইলটিংয়ের সময় পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০