শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৬
বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী ৭টি ইন্টারসেকশনে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম চলবে।

আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

সভায় বলা হয়, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েটের তত্ত্বাবধানে ২২টি সিগন্যাল স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অধীনে পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী উল্লিখিত করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলটিং কার্যক্রম চলবে।

ট্রাফিক ক্রসিং পাইলটিংয়ের সময় পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
১০