মানুষ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে : নার্গিস বেগম

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার যশোর জেলা বিএনপি’র উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। ছবি : বাসস

যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে লড়াই করেছেন। দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, তার উজ্জল দৃষ্টান্ত জিয়াউর রহমান। সে কারণেই দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নার্গিস বেগম বলেন, গ্রামে গ্রামে বৃক্ষরোপণের মাধ্যমে বনায়নের যে কার্যক্রম তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়। বৃক্ষরোপণের এই কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শহরের লালদিঘি পাড়ে জেলা বিএনপি অফিসের সামনে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রধান অতিথি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের হাতে এক হাজার ৭৫০টি গাছের চারা তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চবি’তে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত
খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের
ফরিদপুরে গ্রাম আদালতের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক সভা 
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইউজিসি-ইউনিসেফের উদ্যোগে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন’ কর্মশালা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৫২ জন হাসপাতালে ভর্তি 
কুয়েটের ২২তম বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
১০