দল নিবন্ধনের খোঁজ নিতে ইসিতে এনসিপি নেতৃবৃন্দ

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটের বিষয়ে খোঁজ নিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। 

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ তিনজন উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎ শেষে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদিকদের বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছে। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে?’ 

তিনি জানিয়েছেন, মাঠপর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এনসিপিসহ অন্য যেসব রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল, তাদের যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের ব্যাপারে এ মাসের মধ্যেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে। সে ডায়লগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।’  

প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি শুরু থেকেই প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছে। সে ব্যাপারেও আপডেট জানতে চেয়েছি। আমাদের জানানো হয়েছে যে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। 

কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা পেশাগত বা অন্য কোন কারণে নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওইখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। এই সময় নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে। ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন। এটি মূল ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০