যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেলেন ২২ বাংলাদেশি

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১
Photo : Collected

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে মোট ২২ জন তরুণ পেশাজীবীকে যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে। এর মাধ্যমে তারা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরের মাস্টার্স ডিগ্রি করার সুযোগ পাবেন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় আজ এক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড লেটার তুলে দেন।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্যে জীবন বদলে দেওয়ার যাত্রা শুরু করতে যাওয়া বাংলাদেশের ২২ জন মেধাবী চেভেনারকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, চেভেনিং প্রোগ্রাম বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতীক, যা যৌথ মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

কুক বলেন, এই স্কলাররা যুক্তরাজ্যে পড়াশোনা শেষে দেশে ফিরে তাদের জ্ঞান, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যকে কাজে লাগিয়ে তাদের সম্প্রদায়ে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবেন।

চেভেনিং স্কলারশিপ ১৯৮৩ সালে চালু হয়। এটি যুক্তরাজ্য সরকারের প্রধান আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। এটি  ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও অংশীদার সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত হয়। এটি মেধাবী শিক্ষার্থী ও নেতৃত্বের সম্ভাবনাময় ব্যক্তিদের পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ প্রদান করে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট www.chevening.org/apply  এ গিয়ে আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০