রংপুর অঞ্চলে পাটের বাম্পার ফলন

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২
পাটের বাম্পার ফলন। ছবি : বাসস

রংপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে।  এ মৌসুমে এ অঞ্চলে মোট পাট উৎপাদিত হয়েছে  ৬ লাখ ৬০ হাজার ৯২১ বেল। 

পাটের বাম্পার  ফলন ও দাম ভালো পাওয়ায়  খুশি এ অঞ্চলের কৃষকরা। স্থানীয় বাজারে জাত ও মান ভেদে প্রতি মণ (৪০ কেজি) পাট ৩ হাজার ৮০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সদ্য শেষ হওয়া খরিফ-১ মৌসুমে এ অঞ্চলের ৫১ হাজার ৬৬৯ হেক্টর জমি থেকে ৭ লাখ ৯ হাজার ৭৯৯ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, মৌসুম শেষে দেখা গেছে, কৃষকরা ৪৮ হাজার ৮৫৭ হেক্টর জমিতে পাট চাষ করেছেন। এবার পাট চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৮১২ হেক্টর কম জমিতে আবাদ হয়েছে।

কৃষকরা বেশিরভাগ জমিতে উন্নত জাতের পাট চাষ করেছেন। তবে, অন্যান্য ফসল ফলানোর কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হয়নি।

এ মৌসুমে রংপুরে ৯ হাজার ৪৫০ হেক্টর, গাইবান্ধায় ১৩ হাজার ৮২২ হেক্টর, কুড়িগ্রামে ১৬ হাজার ৫০ হেক্টর, লালমনিরহাটে ৩ হাজার ৯১৫ হেক্টর ও নীলফামারীতে ৫ হাজার ২২০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকরা।

কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে গত সপ্তাহ পর্যন্ত রংপুর কৃষি অঞ্চলের কৃষকরা পাটের আঁশ ছাড়ানো শেষে ৬ লাখ ৬০ হাজার ৯২১ বেল পাট উৎপাদন করেছেন। মৌসুমে হেক্টরপ্রতি গড় ফলন ১৩.৬৭ বেল।

পাটের অতীত গৌরবের ইতিহাস ফিরিয়ে আনতে এর চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মো. আবু সায়েম বলেন, সরকারের কার্যকর পদক্ষেপে এবার পাটের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

এ মৌসুমে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাতের কারণে বেশিরভাগ কৃষক রিবন রেটিং পদ্ধতিতে পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন,  পাট চাষে পাটের আঁশ ও পাট খড়ি বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি জমি উর্বর হচ্ছে। কারণ, পাট কাটার পর এর পাতা ও শিকড় জৈব সারে পরিণত হয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে।

রংপুর সদর, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন গ্রামের পাট চাষি মনসুর আলী, আফতাব হোসেন, মাহবুবুল ইসলাম ও মানিক মিয়া জানান, তারা এ বছর পাটের বাম্পার ফলন পেয়েছেন। প্রতি মণ পাট মানভেদে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি করছেন তারা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০