খুবির কেন্দ্রীয় মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫
ছবি: খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার বাদ জোহর এই স্টাডি কর্নার উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই বুক সেলফে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে। বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর  দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র  পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় জমে ওঠেছে হাটবাজার
মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার
রাজাপুরে ইলিশ রক্ষায় অভিযান বিষয়ক প্রস্তুতিমূলক সভা 
সিরাজগঞ্জে 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে
লালমনিরহাটে সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে বিবিএস ও ইউএনওপিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
১০