খুবির কেন্দ্রীয় মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫
ছবি: খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার বাদ জোহর এই স্টাডি কর্নার উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই বুক সেলফে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে। বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর  দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র  পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস
প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সমঝোতা কেবল জেলেনস্কিই করতে পারেন: ম্যাক্রোঁ
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে নৌবাহিনীর রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত
রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএসই’তে সূচকের পতন, লেনদেন ৪৭৮ কোটি টাকা
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত
ডিএসই’তে জিএম পদে যোগ দিলেন বেনী আমিন
১০