স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বাক্ষাত করেন ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাস। ছবি: পিআইডি

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপারে আলোচনা হয়।

উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যেকোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি তার দেশের কৃষি উৎপাদন ও রপ্তানিমুখী কৃষি পণ্যের বিষয়ে বলেন, তার দেশ বাংলাদেশে রপ্তানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী। বাংলাদেশে চাষযোগ্য জমি পেলে তারা রপ্তানিমুখী বিভিন্ন উচ্চফলনশীল ফসল উৎপাদন করতে পারবে। এতে এ দেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং পাশাপাশি তার দেশও লাভবান হবে।

ফিলিস্তিনের প্রধান বিচারপতির এ প্রস্তাবকে কৃষি উপদেষ্টা স্বাগত জানান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানসহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি : ‘আয়রন লেডি ২.০’
গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস
প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সমঝোতা কেবল জেলেনস্কিই করতে পারেন: ম্যাক্রোঁ
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে নৌবাহিনীর রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত
রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএসই’তে সূচকের পতন, লেনদেন ৪৭৮ কোটি টাকা
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত
১০