স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বাক্ষাত করেন ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাস। ছবি: পিআইডি

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপারে আলোচনা হয়।

উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যেকোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি তার দেশের কৃষি উৎপাদন ও রপ্তানিমুখী কৃষি পণ্যের বিষয়ে বলেন, তার দেশ বাংলাদেশে রপ্তানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী। বাংলাদেশে চাষযোগ্য জমি পেলে তারা রপ্তানিমুখী বিভিন্ন উচ্চফলনশীল ফসল উৎপাদন করতে পারবে। এতে এ দেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হবে এবং পাশাপাশি তার দেশও লাভবান হবে।

ফিলিস্তিনের প্রধান বিচারপতির এ প্রস্তাবকে কৃষি উপদেষ্টা স্বাগত জানান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানসহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০