যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:১৭ আপডেট: : ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২০
বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুসা । ছবি : বাসস

যশোর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের ছোট ছেলে মইনুল ইসলাম মইন জানান, আজ শনিবার জোহরবাদ বেলা দুইটায় মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে মোহাম্মদ মুসার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি চালুয়াহাটি ইউনিয়নের আটঘোরা গ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোহাম্মদ মুসা নিজেকে মণিরামপুর বিএনপির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলেন। দলটি প্রতিষ্ঠার সময় ১৯৭৮ সালে তিনি মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ৮০’র দশকে তিনি মণিরামপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একাধিকবার।

বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলায় বেশ কয়েকবার কারাভোগ করেন তিনি। 

পেশাগত জীবনে ছিলেন শিক্ষক। সৎ ও কর্মীবান্ধব হিসেবে এলাকায় দল-মত নির্বিশেষে সবার মাঝে জনপ্রিয় ছিলেন তিনি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি সাংবাদিকদের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মোহাম্মদ মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম ও দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
১০