যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:১৭ আপডেট: : ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২০
বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুসা । ছবি : বাসস

যশোর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের ছোট ছেলে মইনুল ইসলাম মইন জানান, আজ শনিবার জোহরবাদ বেলা দুইটায় মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে মোহাম্মদ মুসার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি চালুয়াহাটি ইউনিয়নের আটঘোরা গ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোহাম্মদ মুসা নিজেকে মণিরামপুর বিএনপির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলেন। দলটি প্রতিষ্ঠার সময় ১৯৭৮ সালে তিনি মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ৮০’র দশকে তিনি মণিরামপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একাধিকবার।

বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলায় বেশ কয়েকবার কারাভোগ করেন তিনি। 

পেশাগত জীবনে ছিলেন শিক্ষক। সৎ ও কর্মীবান্ধব হিসেবে এলাকায় দল-মত নির্বিশেষে সবার মাঝে জনপ্রিয় ছিলেন তিনি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি সাংবাদিকদের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মোহাম্মদ মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম ও দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০