ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ‘আগামী দুই ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।’
সংস্থাটি এই অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার অথবা আরও ভেতরের দিকে চলে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে।