চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪:২৩
আজ চাঁদপুরে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ছবি : বাসস

চাঁদপুর, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুরে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি ছাত্রী শাখার সেমিনার কক্ষে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে দ্বিতীয় কর্মশালার আয়োজন করে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।

স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা হয়।

চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণ করেছেন। 

অংশগ্রহনকারীরা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের ধারণা নিয়েছেন। দুটি কর্মশালায় একই ধরণের আয়োজন রাখা হয়েছে।

রিসোর্স পারসন ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেফটি টিমের মেম্বার ও বাংলা উইকিপিডিয়ার এডমিন নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়া এডমিন ও উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।

কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। এর আগে ২০১৯ সালে চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০