খুলনায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:২৩
খুলনায় আজ পলিথিন বর্জনের শপথ গ্রহণ। ছবি : বাসস

খুলনা, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) :জেলায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন খুবির প্রাক্তন প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম। 

এতে বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এ্যাড. মো. মমিনুল ইসলাম, সরদার আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাড. মো. জোবায়ের শেখ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে সভায় বলা হয়, সুন্দরবনের প্রধান তিনটি নদ-নদীতে ১৭ প্রজাতির মাছ ও তিন প্রজাতির সেলফিশে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এমনকি, বনে মাছের পেটে পলিথিনের টুকরা পাওয়া গেছে। পলিথিনের রাসায়নিক বিষক্রিয়ায় ভূপৃষ্ঠ ক্রমাগত উত্যপ্ত হচ্ছে, যা থেকে বজ্রপাত হচ্ছে। দেশে প্রতিদিন ২৪ হাজার মেট্রিক টন পলিথিন বর্জ্য তৈরি হচ্ছে । পলিথিন মাটিতে মিশে মাটির গুনাগুণ ও উর্বরতা শক্তি নষ্ট করছে। সৃষ্টি করছে জলাবদ্ধতা, কমিয়ে দিচ্ছে নদীর নাব্যতা। 

এ সভায় বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ওয়াটার এয়ার সয়েল পলিউশনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইলিশের পেটে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। যা থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে।

সভায় উল্লেখ করা হয়, ২০৬০ সালের প্লাস্টিকের ব্যবহার তিনগুণ হতে পারে। ২০৪০ সালে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ মাটি ও পানিতে ৫০ শতাংশ বাড়বে।

এ সংগঠনের সদস্যরা পলিথিন বর্জনের শপথ, প্রতিবেশী ও স্বজনদের পলিথিন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম বাসযোগ্য খুলনা নগরী পাবে।

অনুষ্ঠানে এ মাসেই পলিথিন বর্জনে শতাধিক আইনজীবী শপথ গ্রহণ করবেন বলে জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক প্রতিশ্রুতি দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম
টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের
শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ
একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
১০