নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৮ আপডেট: : ১১ অক্টোবর ২০২৫, ১৮:০০
নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ছবি: বাসস

চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়।

এ সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ একালাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম
টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের
শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ
একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
১০