পিরোজপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষদের দেখানো উদ্যোগ নিয়েছে পিরোজপুর স্বেচ্ছাসেবক দল।
জেলা শহরের সিও অফিস চত্বরে সোমবার রাতে বড় প্রজেক্টরে সাক্ষাৎকারটি দেখানো হয়। প্রদর্শন শুররু আগেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশা ও অটোরিকশা চালক, শিক্ষার্থী, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন।
সাক্ষাৎকারটি প্রদর্শন শেষে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তারেক রহমানের বক্তব্য, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। তাদের মতে, এ সাক্ষাৎকার দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনা সঞ্চার করবে।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসিফ জামাল খান, এম. এ. মাসুদ হাওলাদার, মোহাম্মদ এমাদুল হোসেন, আশরাফুল আলম স্বজল, মোহাম্মদ রনি, সদস্য মোহাম্মদ মোয়াদ শেখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য সচিব সাহেদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম মল্লিক ও সদস্য সচিব আহসান দরানি উপস্থিত ছিলেন ।
মনিরুজ্জামান মনি বলেন, ‘তারেক রহমানের এই সাক্ষাৎকার শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের কাছেও সত্য, যুক্তি ও ভবিষ্যৎ দিকনির্দেশনার বার্তা বহন করে।’
তিনি জানান, পর্যায়ক্রমে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সাক্ষাৎকারটি দেখানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে আরও বেশি মানুষ তার বক্তব্য শুনতে ও বুঝতে পারেন।
স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, আগামি কয়েকদিনের মধ্যেই শহরের বিভিন্ন পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।