সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৮

বাগেরহাট, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে (৪৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

গ্রেপ্তার নজরুল শেখ বাগেরহাটের রামপালের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন। 

আজ রোববার তাকে গ্রেপ্তারের খবর জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬ টায় মোংলা কোস্টগার্ড ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দেয়। এরপর থেকেই ওই বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে কোস্টগার্ড। 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ ওই ডাকাত সর্দারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিম্মি হওয়া ৪ জেলেকে উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না
পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস
শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা  
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
জুলাই শহিদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব 
পুরনো ঘটনায় নতুন গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
জাপানে চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করবেন জাপানি উদ্যোক্তা
১০