ঢাবিতে জাতীয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১১

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব (আইইআরডিসি) আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় ব্রিটিশ পার্লামেন্টারি বাংলা বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে।

‘পেসিং টুওয়ার্ডস ইক্যুয়ালিটি’ প্রতিপাদ্য নিয়ে শনিবার এ প্রতিযোগিতার পঞ্চম আসর শেষ হয়। ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইইআরডিসির সভাপতি মো. রাকিব মিয়া’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, আইইআর-এর কো-কারিকুলার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ সাদেক, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন আইইআর ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক ইফফাত নাওমী। আইইআর ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮০টিরও বেশি বিতার্কিক দল আবেদন করে। এর মধ্যে বিতার্কিক হিসেবে অর্জনের ভিত্তিতে বাছাইকৃত সেরা ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। তিন রাউন্ড ডিবেটের পর প্রি-ফাইনাল রাউন্ড শেষে সেরা চারটি দল ফাইনালে উত্তীর্ণ হয়। 

চূড়ান্ত পর্বে ১০০-১০০ দল বিজয়ী হয়। এই দলের প্রতিনিধিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জাফির আনাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর কাসফিয়া বিনতে হাসান।

উল্লেখ্য, ‘৫০-৫০’ নামে পরিচিত এই বিতর্ক প্রতিযোগিতায় প্রতিটি পর্যায়ে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছিল। বিচারক প্যানেল, বিতর্ক দল, ট্যাব দল, ইক্যুইটি দল এবং মোশন কমিটিসহ সব ক্ষেত্রেই সমতার এই দৃষ্টান্ত স্থাপন করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০