দিনাজপুরে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১৩
দিনাজপুরে আজ পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা । ছবি : বাসস

দিনাজপুর, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন’ শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টা থেকে বিকাল ৪ পর্যন্ত দিনাজপুর শহরে লিলি মোড়ে হোটেল গ্র্যান্ডনুর হলরুমে পরিবেশ অধিদপ্তরের ‘এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউএনইপি কম্পোনেন্ট প্রকল্প’র আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও ওজোন সেল-এর প্রধান মো. জিয়াউল হক, হাবিপ্রবি'র অধ্যাপক ড. সাইফুল হুদা, পরিবেশ অধিদপ্তরের (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) প্রকল্পের পরিচালক রাজিনারা বেগম।

প্রকল্প কর্মকর্তা (ওজোন সেল) শেখ ওবায়দুল্লাহ আল মাহমু -এর পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ  প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান, দিনাজপুর চেম্বারে ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম, প্রাইভেট কিøনিক এন্ড ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ডা. গোলাম মোস্তফা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজ্জামান  প্রমুখ।

এ সময় দিনাজপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ পরিবেশ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০