দিনাজপুরে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১৩
দিনাজপুরে আজ পরিবেশ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা । ছবি : বাসস

দিনাজপুর, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন’ শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টা থেকে বিকাল ৪ পর্যন্ত দিনাজপুর শহরে লিলি মোড়ে হোটেল গ্র্যান্ডনুর হলরুমে পরিবেশ অধিদপ্তরের ‘এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউএনইপি কম্পোনেন্ট প্রকল্প’র আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও ওজোন সেল-এর প্রধান মো. জিয়াউল হক, হাবিপ্রবি'র অধ্যাপক ড. সাইফুল হুদা, পরিবেশ অধিদপ্তরের (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) প্রকল্পের পরিচালক রাজিনারা বেগম।

প্রকল্প কর্মকর্তা (ওজোন সেল) শেখ ওবায়দুল্লাহ আল মাহমু -এর পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ  প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান, দিনাজপুর চেম্বারে ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম, প্রাইভেট কিøনিক এন্ড ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ডা. গোলাম মোস্তফা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজ্জামান  প্রমুখ।

এ সময় দিনাজপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ পরিবেশ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না
জনসংখ্যা গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে ঢাবি-ইউএনএফপিএ চুক্তি স্বাক্ষরিত
পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস
শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা  
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
জুলাই শহিদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব 
পুরনো ঘটনায় নতুন গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
১০