ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩১

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।” 

তিনি বলেন, সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত, যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি নিজস্ব অফিস রুম বরাদ্দ দিয়েছেন। এটি তাদের পেশাগত দক্ষতা ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি বলেন, “এক যুগ ধরে বেরোবিসাস বিশ্ববিদ্যালয়ের সাফল্য, গবেষণা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের অর্জন তুলে ধরছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী।”

বেরোবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিক, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়, যা উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও নতুন সদস্যদের ফুল, ডায়েরি ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বেরোবিসাসের সদস্যদের মধ্যে অনুসন্ধানী রিপোর্ট, বর্ষসেরা ফিচার, বর্ষসেরা লাইভ ভিডিও এবং বর্ষসেরা ভিডিও জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: নাজিম উদ্দিন আলম
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা অপরিহার্য: সিনিয়র সচিব মমতাজ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে : তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সংলাপ ব্যাহত করার ‘প্রচেষ্টা’র নিন্দা রুশ দূতের
টেস্টে নেতৃত্বের প্রস্তাব পেলে ‘না’ করবেন না লিটন
১০