
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৬২ দশমিক ৩৪ শতাংশ।
আজ বোরবার এ ফলাফল প্রকাশ করা হয়। ফল বাউবির ওয়েবসাইটে result.bou.ac.bd পাওয়া যাবে।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ৪২১ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর শিক্ষার্থীসংখ্যা ১৬ হাজার ৭৮৩ জন। এরমধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৪৬৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৪০ জন এবং ছাত্রী ৪ হাজার ৮২৩ জন।