যানজট নিরসনে মুন্সীগঞ্জে ডিজিটালের আওতায় আসছে অটোরিকশা 

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:১৭
ডিজিটালের আওতায় আসছে অটোরিকশা । ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায় যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অটোরিকশা ও ব্যাটারিচালিত মিশুকসমূহকে লাইসেন্সের আওতায় এনে কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হচ্ছে।

আজ সোমবার বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম অটোরিকশাসমূহে রংকরণের কাজ উদ্ধোধন করেন। এ সময় তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রব শিকদার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল আলম, নগর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, অটোরিকশা মিশুক মালিক সমিতির সভাপতি মাসুদ রানা।

অনুষ্ঠানে বলা হয়, মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায় যানজট নিরসনে ও অটোরিকশা-মিশুক নিয়ন্ত্রণে আনতে অটোরিকশার বডি নির্দিষ্ট রংয়ের করা হচ্ছে। অটোরিকশা ও মিশুকসমূহকে কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হবে। মালিক ও চালকদের অনুমতিপত্র সম্বলিত স্মাটকার্ড প্রদান করা হবে। 

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, নির্ধারিত রংয়ের বাহিরে ও কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট ব্যতীত কোনো অটোরিকশা, মিশুক শহরে চলাচল করতে পারবে না। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসন হবে। মুন্সীগঞ্জ পৌরসভার অধীনে প্রায় ২ হাজার ৯০০ অটোরিকশাকে লাইসেন্স প্রদান করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
আফ্রিকার ৬ দেশে রয়েছে রুশ সেনা উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
সুনামগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন
জাকির-দিশানের হাফ-সেঞ্চুরিতে এগিয়ে সিলেট
নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫.২ শতাংশ বৃদ্ধি
দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু 
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেট নগরীতে মিষ্টি বিতরণ
১০