
শেরপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে সাইবার সিকিউরিটি এবং এআই এওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আজ বুধবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তরফদার মাহমুদুর রহমান।
এ সময় তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক ব্যবহারের বিষয়ে জ্ঞান লাভ করবে।
এছাড়া সেমিনারে তরুণদের ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, নিরাপদ প্রযুক্তি ব্যবহারে অভ্যস্তকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।