সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৪:৩৬
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন।

কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হুমায়ুন কবিরসহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।

কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ভেনিজুয়েলার বিরোধী জোটের বিক্ষোভ আগামী ৬ ডিসেম্বর
জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে দোয়া মাহফিল
সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রাশিয়ার আক্রমণের মুখে আরেকটি শীতের প্রস্তুতি নিচ্ছে কিয়েভ
ভুমিকম্প নিয়ে এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা 
১০