রাজশাহী পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৪
ছবি : বাসস

রাজশাহী, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর বাঘার পদ্মার প্রত্যন্ত চর থেকে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত বিদেশি পিস্তল, পাইপ গান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাঘা থানাধীন খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে   ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বাঘার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়। ওই গোলাগুলিতে ১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও অপর ১ জন হাসপাতালে মারা যায়। পরে নদীতে ১ জনের লাশ পাওয়া যায়। এরপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও অন্যান্য আইনশঙ্খলা বাহিনীর ন্যায় র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। এরপর শনিবার দিবাগত রাতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০