হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামে দুজন প্রাণ হারিয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এতে রাশেদ চৌধুরী নামে আরও একজন আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারী-খাগড়াছড়ি ও রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার রাহাত ও আবিদুল হাসানের বাড়ি হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। চিকিৎসা শেষে ভোরে বাড়ি ফেরার পথে তাদের বহনকারি সিএনজি চালিত অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাহাত এবং হাসপাতালে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০