খুলনায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক সমন্বয় সভা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২০
বুধবার খুলনা সিভিল সার্জন কার্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা সিভিল সার্জন কার্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও রিজলভ টু সেইভ লাইভস এর সহযোগিতায় গতকাল বুধবার এ সভা হয়। 

এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান।

সভায় বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের এডিশনাল ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, চিফ এসিস্ট্যান্ট (এমআইএস) মো. জোবায়ের হোসেন এবং খুলনা, বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও কুষ্টিয়া জেলার সিভিল সার্জনগণ। 

সার্বিক তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায়, সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান এবং বাগেরহাটের এমওসিএস ডা. মো. রিয়াদ্দুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম, যেটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং অকাল মৃত্যুর কারণ। এ রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসা সেবা আরও শক্তিশালী করার জোর দেওয়া হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৫ লাখ ২২ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। যার মধ্যে গড়ে ৫৬% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। শুধু খুলনা বিভাগের ৫ জেলার ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়েছেন ১৮ হাজারের বেশি রোগী, যাদের মধ্যে প্রায় ৫০% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। শেষে বিএইচসিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম ত্বরান্বিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাইয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ
প্রথম বিদেশ সফরে তুরস্কে এরদোগানের সঙ্গে দেখা করবেন পোপ লিও
গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষে সফল জীবননগরের কৃষকরা 
সাতক্ষীরায় ৮৬০ কেজি শামুক জব্দ
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ উদ্ধার, আটক ২৮৬
জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালন করছে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা
খাগড়াছড়ি সীমান্ত থেকে ৬ কোটি টাকার মালামাল জব্দ
পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত
নাটোরে নারীর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক
১০