ফেনীতে শেষ হলো ৫ দিনব্যাপী বইমেলা

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ আপডেট: : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫
শনিবার ফেনীতে শেষ হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা । ছবি : বাসস

ফেনী, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীতে শেষ হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা। শনিবার শেষদিনেও মেলায় ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। এছাড়া রাতে সমাপনীতে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জামেয়া ইসলামীয়ার পরিচালক মাওলানা মমিনুল হক জাদিদ। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান।

শেষদিনে মেলায় ঘুরে দেখা যায়, স্টলগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। এছাড়া ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারাও। অনেকে আশার চেয়েও ভালো বিক্রি হয়েছে বলে জানান।

গার্ডিয়ান পাবলিকেশন স্টলের শাহ আহমেদ বায়েজিদ বলেন, ভালো বিক্রি হয়েছে। প্রায় ২ শতাধিক বই বিক্রি হয়েছে। 

পেনফিল্ড পাবলিশনের হাবিব বিন আনোয়ার বাসসকে বলেন, আমাদের এখানে গল্প, উপন্যাস, ছোটদের বই, ইতিহাস ভিত্তিক, দাম্পত্য সম্পর্কিত বই বেশি বিক্রি হয়েছে। আমাদের টার্গেট ছিল মার্কেটিং। সে অনুযায়ী প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।

মাকতাবাতুল আজহার স্টলের সোহাগ হোসেন রাফি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো বই বিক্রি হয়েছে। সন্ধ্যার পরে মেলা বেশি জমে উঠে।

রুহামা পাবলিকেশনের খালিদ সাইফুল্লাহ বলেন, আত্মশুদ্ধিমূলক ও বুদ্ধিভিত্তিক বই বেশি বিক্রি হয়েছে। প্রথমবার হিসেবে ভালো জমেছে মেলা। এ আয়োজন প্রতিবছর করা উচিত।

এর আগে ২ ডিসেম্বর মেলার উদ্বোধন করা হয়। মেলার দ্বিতীয় দিন কবি সম্মেলন, তৃতীয় দিন সিরাত ও সাহিত্য সম্মেলন, চতুর্থ দিন তারুণ্য সম্মেলন ও গতকাল সমাপনীতে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০