ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
ছবি : বাসস

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বেচ্ছাসেবী সম্মেলন আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সম্মেলন উদ্বোধন করেন। দিবসটির প্রতিপাদ্য “এভরি কনট্রিবিউশন ম্যাটার্স”।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ কাউন্সিল-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম আলোচনায় অংশ নেন। 

ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক স্বাগত বক্তব্য দেন। 

স্বেচ্ছাসেবকদের পক্ষে মো. জামাল হোসেন এবং জয়া রানী মন্ডল বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবার সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৃথিবীতে অনেক বড় বড় কাজ হয়েছে। আন্ত:ব্যক্তিক সম্পর্ক জোরদার এবং আত্মত্যাগের মনোভাব বজায় রেখে সকলকে স্বেচ্ছাসেবার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০