ব্রাকসু নির্বাচনে ১৩ পদে মনোনয়নপত্র তুলেছেন ৭৪ জন

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

রংপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ১৩ পদে মনোনয়নপত্র তুলেছেন মোট ৭৪ জন। ‎

আজ সোমবার নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার এ তথ্য জানান।

ড. প্রদীপ কুমার সরকার বলেন, ভিপি পদে ৭, জিএস পদে ৯ এবং এজিএস পদে ১১ জন মনোনয়নপত্র তুলেছেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৬ জন, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে ৫ জন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, ক্রীড়া-সমাজসেবা সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, প্রকাশনা গবেষণা সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র তুলেছেন।

‎‎এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া অত্যন্ত ইতিবাচক। গণতান্ত্রিক চর্চা বিকাশে ব্রাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসব প্রার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সফল নেতৃত্ব দিতে পারবেন, তারাই যেন এই ভোটের মাধ্যমে উঠে আসেন, এটাই প্রত্যাশা। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কোনোভাবেই যাতে কোনো বিতর্ক না হয়, এ জন্য প্রশাসনকে আমরা সজাগ থাকার নির্দেশ দিয়েছি।

‎নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার বলেন, মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শিক্ষার্থীদের সাড়া সন্তোষজনক। আগামীকাল মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আশা করছি একটি উৎসবমুখর ভোট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০