বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪
দমন কমিশন (দুদক) বরিশালের আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এ শ্লোগানে সার্কিট হাউজ প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

বরিশাল, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দমন কমিশন (দুদক) বরিশালের আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এ শ্লোগানে আজ সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে দিবসের কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। পরে সার্কিট হাউজ চত্বরে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এবং সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিরা দুর্নীতি প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক ভূমিকা, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০