বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭
বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । ছবি : বাসস

বরগুনা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‌্যালির মাধ্যমে পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক টিআইবি বরগুনার উদ্যোগে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী   একটি সাইকেল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা  প্রশাসকের কার্যালয়ের  সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০