সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা' গড়বে আগামী শুদ্বতা' এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা' গড়বে আগামী শুদ্বতা' এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আঙ্গিনায় ‘জুলাই চত্বরে’ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। 

পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সহকারি পরিচালক দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ের মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা নুরুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা প্রমুখ। 

এছাড়াও ব্যানার সহকারে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আঞ্চলিক পাসúোর্ট অফিস, জেলা তথ্য অফিস, জেলা পরিকল্পনা বিভাগ, সড়ক বিভাগ, সিভিল সার্জন কার্যালয়,বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসসহ বি আর টি অফিস। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান। 

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি বিরোধী আন্দোলন আরো বেগবান করতে হবে। স্থানীয় পর্যায়ে সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০