কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি : বাসস

কুমিল্লা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে পুলিশ সুপার আনিসুজ্জামান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। পরে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। উভয় পেশার সমন্বয় সমাজে ন্যায়, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের বিষয়টি তুলে ধরেন। 

এছাড়া জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা পুলিশ বদ্ধপরিকর।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০