সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে ও কমতে পারে

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মৌসুমী আবহাওয়ার তারতম্যের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে ও কমতে পারে।

এ ছাড়া এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয়  উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আজ বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

এই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।

বৃহস্পতিবার দেশে রাতের তাপমাত্রা ১/২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শুক্রবার দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক ৫ বন্দিকে মুক্তির আদেশ
ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি : তৈয়্যব
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত 
দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ছয় জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন আগামী ২০ এপ্রিল
পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে সকলকে সমান গুরুত্ব দেয়া হবে - দীপেন দেওয়ান
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহাল
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত
রাজবাড়ীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১০