
রাজবাড়ী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, এ জেলার মানুষের জন্য কাজ করতে চাই, এখানে জনপ্রিয় হতে আসিনি, আগের সব ধরনের অনিয়ম এবং জুলুম এবং বৈষম্যের শিকড় উপড়ে ফেলে আইনের শাসন চালু করতে চাই।
তিনি বলেন, আমরা জানি মাদক হচ্ছে সব অপরাধের মূল, এজন্য মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।
তিনি বলেন, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কেউ কাউকে যেন হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ্য রেখে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, বক্তব্য রাখেন বাসসর প্রতিনিধি, মো. মোশাররফ হোসেন, দৈনিক ভোরের রাজবাড়ীর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সহ সভাপতি নয়াদিগন্তের মো. মনিরুজ্জামান এবং কবির হোসেন।