পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে সকলকে সমান গুরুত্ব দেয়া হবে - দীপেন দেওয়ান

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬
রাজস্থলী উপজেলা বিএনপির আয়োজনে আজ বেলা ১১টায় রাজস্থলী সদর বাজার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে সকল উপজেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।

রাজস্থলী উপজেলা বিএনপির আয়োজনে আজ বেলা ১১টায় রাজস্থলী সদর বাজার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাথে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, বাবুল আলী, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, দেব জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক মো. শফিসহ জেলা উপজেলার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দীপেন দেওয়ান আরো বলেন, আমি নির্বাচিত হলে কর্ণফুলী সেতুসহ জনগুরুত্বপূর্ণ দাবিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে কাজ করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক ৫ বন্দিকে মুক্তির আদেশ
ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি : তৈয়্যব
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত 
দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ছয় জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন আগামী ২০ এপ্রিল
পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে সকলকে সমান গুরুত্ব দেয়া হবে - দীপেন দেওয়ান
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহাল
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত
রাজবাড়ীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১০