কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯
আজ বুধবার সকালে নগরীর ঝাউতলার হোটেল এলিট প্যালেসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

আজ বুধবার সকালে নগরীর ঝাউতলার হোটেল এলিট প্যালেসে দিবসটি উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

মূল্য সংযোজন কর সম্পর্কে জনসচেতনতা জোরদার ও সঠিকভাবে ভ্যাট পরিশোধে করদাতাদের উদ্বুদ্ধ করতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয় এ সেমিনার।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মো. আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. আবদুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস।

এতে কমিশনারেটের বিভাগীয় কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশীজন এবং সাংবাদিকরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধকে সহজ ও উৎসাহব্যঞ্জক করতে কমিশনারেট নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে ক্রেতাদের সচেতনতা সৃষ্টি হলে ভ্যাট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

দেশের উন্নয়নকে টেকসই করতে করদাতা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিজয়ের মাসে আয়োজিত এ কর্মসূচি ভ্যাটসংক্রান্ত সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক ৫ বন্দিকে মুক্তির আদেশ
ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানই প্রধান ভিত্তি : তৈয়্যব
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত 
দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ছয় জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন আগামী ২০ এপ্রিল
পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে সকলকে সমান গুরুত্ব দেয়া হবে - দীপেন দেওয়ান
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহাল
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত
রাজবাড়ীতে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১০