
ফেনী, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফেনীতে পাঁচ বিশিষ্ট নারীকে অদম্য নারী পদক তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।
জেলা প্রশাসন ও ফেনী মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর নিশাত তাবাসসুম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
এসময় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা অদম্য নারী পদক পাওয়া পাঁচ নারীকে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।
এবারের পদক প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পরশুরামের চুমকি কর্মকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ছাগলনাইয়ার মোসাম্মৎ শিরিন আক্তার, সফল জননী নারী সোনাগাজীর বেগম তাজকেরা চৌধুরী, জীবন সংগ্রামে জয়ী নারী সোনাগাজীর শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য ছাগলনাইয়ার শাহনাজ আক্তার।
জেলা প্রশাসক মনিরা হক তার বক্তব্যে বলেন, নারী শক্তির জয় হোক। নারীরা আর কোন কিছুতে পিছিয়ে নেই, সব কিছুতে তাদের জয় জয়কার। আমি নিজেও একজন নারী। আজকের এ জায়গায় আসাটা আমার জন্য সহজ ছিলোনা, অনেক চ্যালেঞ্জিং ছিলো। পিতা মাতার দোয়া এবং আল্লাহ সহায় ছিলো তাই আসতে পেরেছি।
তিনি আরও বলেন, নারীরা চাইলেই পারে বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে। চলার পথে বাধা পেলে নারীদের ঘুরে দাঁড়াতে হবে।