চুয়াডাঙ্গায় বিএনপি’র জনসভা 

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮
আজ চুয়াডাঙ্গায় বিএনপি’র জনসভা । ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বিকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান এ জনসভায় সভাপতিত্ব করেন।

বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেটের সঞ্চালনায়  জনসভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান (হবি), দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, দশর্না থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা বিএনপির সাবেক সভাপতি  ফজলুর রহমান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর থানা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী শওকত প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. শাওন। 
জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা।
জনসভা উপলক্ষে বুধবার বেলা ২টা থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল যোগে নেতা কর্মিরা লোকনাথপুর ফুটবল ফুটবল মাঠে জড়ো হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০