কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১

কিশোরগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এর আগে বিকেল ৫ টায় মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত হয়।

নিহতদের মধ্যে উপজেলার নারান্দি ইউনিয়নের শালংকা গ্রামের রুবেল মিয়া (২৫) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরি মোটরসাইকেল আরোহী রুবেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হন। 

বিকেল ৫ টার দিকে মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক এতে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন। 

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
দাঁতের মজ্জা থেকে উদ্ভাবিত স্টেম সেলে মানবদেহের ক্ষতিগ্রস্ত টিস্যু প্রতিস্থাপনের সম্ভাবনা
কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সংস্কার কমিশনের সুপারিশ 
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
১০