কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১

কিশোরগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এর আগে বিকেল ৫ টায় মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত হয়।

নিহতদের মধ্যে উপজেলার নারান্দি ইউনিয়নের শালংকা গ্রামের রুবেল মিয়া (২৫) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরি মোটরসাইকেল আরোহী রুবেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হন। 

বিকেল ৫ টার দিকে মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক এতে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন। 

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
১০