মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬
ছবি : বাসস

মাগুরা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার পারলা গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার ও ৯ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সদর  উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা(৩৮), শহরের হাসপাতাল পাড়ার  মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫),জেলার  শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪),পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩), ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১২টায় ১৪ বীর বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন। 

জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেফতারকৃতদের আস্তানায় থেকে সেনাবাহিনী  ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন,১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি , ২টি চাইনিজ কুড়াল , ৬টি চাপাতি , ২ বোতল মদ ,নগদ দেড় লাখ টাকা,  ও ১১টিমোবাইল ফোন উদ্ধার করে।

সেনা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর  ৬ টার দিকে  সেনাবাহিনী  অস্ত্র ও ৯ জনকে  সদর থানায় হস্তান্তর করেছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে এনডিসি প্রতিনিধি দল
বিক্ষোভের মুখে লেবানন সফর সংক্ষিপ্ত করলেন মার্কিন দূত
বরিশালে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ ডাকাত আটক
কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভা ও হামদ-নাত 
ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আহত ৮ পুলিশ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন স্থানে অভিযান
বালুখেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ  উপদেষ্টা
১০