মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬
ছবি : বাসস

মাগুরা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার পারলা গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার ও ৯ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সদর  উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা(৩৮), শহরের হাসপাতাল পাড়ার  মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫),জেলার  শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪),পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩), ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১২টায় ১৪ বীর বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন। 

জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেফতারকৃতদের আস্তানায় থেকে সেনাবাহিনী  ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন,১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি , ২টি চাইনিজ কুড়াল , ৬টি চাপাতি , ২ বোতল মদ ,নগদ দেড় লাখ টাকা,  ও ১১টিমোবাইল ফোন উদ্ধার করে।

সেনা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর  ৬ টার দিকে  সেনাবাহিনী  অস্ত্র ও ৯ জনকে  সদর থানায় হস্তান্তর করেছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০