রাজস্ব ফাঁকি দেয়া সিগারেট কারখানায় অভিযানে জরিমানা ও কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:৪৬
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৯ মে, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানাসহ একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার রয়েল টোব্যাকো সিগারেট কারখানায় এই অভিযান পরিচালনা করে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ও র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল টোবাকো প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ভ্যাট কর্মকর্তা সাইফুলকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রায় ১০ লাখ টাকার ১৪ হাজার প্যাকেট ও ১ লাখ ৪০ হাজার টাকার শলাকা সিগারেট জব্দ করা হয়। এছাড়া ১০ বস্তা পুরাতন রাজস্ব স্ট্যাম্পও জব্দ করা হয়। পরে র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাবের এএসপি গোলাম মোর্শেদ বলেন, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে পুরাতন ব্যবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে যেত। সেগুলো সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করতো। এতে করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। তামাকজাত পণ্যে শুল্ক ফাঁকি ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০