ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার লুঙ্গি এনগিডি।
সিরিজ শুরুর আগে অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এনগিডি। এরপর তাকে পর্যবেক্ষণে রাখে দক্ষিণ আফ্রিকার মেডিকেল টিম। অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এনগিডির ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।
ইনজুরি নিয়ে দেশে ফিরে যাবেন এনগিডি। সেখানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজের আগে সুস্থ হয়ে উঠার চেষ্টা করবেন এনগিডি।
এনগিডির বদলে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার নান্দ্রে বার্গার। ক্যারিয়ারে এ পর্যন্ত ৫ টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৪ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।