কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:৪১

সিলেট, ১৯ মে, ২০২৫ (বাসস) : সিলেটের গোয়াইনঘাটের কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি জানান, রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমি জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। আহত তেরা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১০ এপ্রিল মামলার বিচারকার্য শুরু হয়। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রিন্স হ্যারির আকস্মিক ইউক্রেন সফর
ম্যান ইউ ছাড়লেন ওনানা
টানা অনশনে অসুস্থ চবি’র ৪ শিক্ষার্থী হাসপাতালে
ইংল্যান্ড সিরিজ শেষ এনগিডির
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশুশ্রম রোধে সবাইকে এগিয়ে আসতে হবে
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
১০