পাহাড় ধসের শঙ্কায় রাঙ্গামাটিতে প্রশাসনের সতর্কতা জারি

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৪:২৩
ছবি : বাসস

রাঙ্গামাটি,৩০মে, ২০২৫ (বাসস) ঃ অব্যাহত বৃষ্টির কারনে পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

বৃষ্টি স্থায়িত্ব হওয়ার কারণে জেলার পাশাপাশি জেলার অন্যান্য ১০ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে সংশ্লিষ্ট উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায়ও সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বাসসকে বলেন, অব্যাহত বৃষ্টির কারণে আমরা জেলা প্রশাসনের পক্ষ হতে গতকাল থেকে জেলা শহরের  ভেদভেদী, শিমুলতলী, লোকনাথ মন্দির এবং বিএডিসিসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয়দের সঙ্গে আলাপ করেছি। ইতিমধ্যে শহরের ঝুকিপূর্ণ এলাকা থেকে জনসাধারনকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলার কাউখালী,কাপ্তাই, নানিয়ারচর,বাঘাইছড়ি,জুরাছড়ি,বরকল,বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদুৃ উপজেলাতেও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে শুক্রবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় দুটি বড় গাছ এবং মরিয়ম নগর-কাটাখালী এলাকায় রাস্তার একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস টিম এসে সড়ক থেকে গাছগুলো অপসারন করে যান চলাচল স্বাভাবিক করেছে।

এদিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মূল সড়কে পাহাড় থেকে পড়ে যাওয়া মাটিসহ বিভিন্ন আবর্জনা পরিস্কার কাজ অব্যাহত রেখেছে জেলা সড়ক ও জনপথ বিভাগ।জেলায় ৩১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় ৫ হাজার পরিবার ও ২০ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
সাংস্কৃতিক কূটনীতি জোরদারে ফিলিপিনো দূতাবাসের নৈশভোজ
হত্যাচেষ্টা মামলায় ডাকসু’র ভিপি প্রার্থী জালালের জামিন
চানখারপুল হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ
নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা
সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১০