নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার রাতে নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সকল নেতার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বার্তায় তিনি আরো উল্লেখ করেন, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক এই নির্বাচন শিক্ষার্থীদেরকে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে।

এই নির্বাচনকে তিনি ‘গণতন্ত্রের চর্চায় একটি ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

এনসিপি’র আহ্বায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাকসু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

তিনি আরো আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত নেতৃত্ব ক্যাম্পাসে গণতান্ত্রিক, একাডেমিক এবং একটি সন্ত্রাস ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচনে যারা জয়লাভ করতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেও জিততে পারেননি, তাদের প্রতিও আমি শুভকামনা জানাচ্ছি। স্বাস্থ্যকর প্রতিযোগিতার চর্চা আগামী দিনের নেতৃত্বের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করবে।’

ডাকসু নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে- এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত হতে পারে এবং জাতি পুনর্গঠনে অবদান রাখতে পারে।’

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থীরা ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয় লাভ করেছে, যার মধ্যে রয়েছে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড্রোন হামলার পর পোল্যান্ডের আকাশ সীমায় নিষেধাজ্ঞা 
কারখানা মালিকের শিশু অপহরণ মামলায় কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা
ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও দেখা যাবে : পীর চরমোনাই
৯৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দিদার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
যাদুকাটায় বালু উত্তোলন শুরু, স্বস্তিতে শ্রমিকরা
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এইচএসবিসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু
মহেশখালী-মাতারবাড়ি বাংলাদেশের নীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
১০