কক্সবাজারে ইয়াবা বহনকারী ফিশিং ট্রলারসহ ৯ জন আটক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৮
৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক। ছবি :বাসস

কক্সবাজার,২৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় তাদের বাড়ি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবরের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে তেলের ড্রাম বহনকারী একটি ট্রলার থামানো হয়। ট্রলারের তেলের ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করাসহ ৯ জনকে আটক করা হয়।

আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০