কক্সবাজারে ইয়াবা বহনকারী ফিশিং ট্রলারসহ ৯ জন আটক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৮
৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জন আটক। ছবি :বাসস

কক্সবাজার,২৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় তাদের বাড়ি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবরের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে তেলের ড্রাম বহনকারী একটি ট্রলার থামানো হয়। ট্রলারের তেলের ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করাসহ ৯ জনকে আটক করা হয়।

আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম-বরিশাল ম্যাচে তৃতীয় দিন মাঠে গড়িয়েছে ১৫ ওভার
তিনটি আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
১০