ঠাকুরগাঁও, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনার মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গত ২১ আগস্ট রাতে আখানগরে সিলিকা ফ্যাক্টরিতে ঢুকে তিনজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে ডাকাতদল। এ সময় তারা তিনটি ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় এবং পরে তা বিক্রি করে দেয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়।
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবিউল ইসলাম জানান, ঘটনার পর গত কয়েকদিনে ডিবি পুলিশ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্য এবং মালামাল ক্রয়-বিক্রয়কারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাজেদুর রহমান মাসুদ (৪০), রফিকুল ইসলাম (৪৭), মো. ইউনুস (৩৮), জসিম উদ্দিন (২৬), অতুল চন্দ্র রায় (৩৮), এবং ডাকাতি মালামাল ক্রয়/বিক্রয় কারী মো. আজিজুল (৫০)।
মাসুদ দিনাজপুরের বিরল থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত খাজিম উদ্দিনের ছেলে, রফিকুল কোতোয়ালি থানার সুন্দরবন গ্রামের রুস্তম আলীর ছেলে। ইউনুস ঠাকুরগাঁও জেলার ভৃল্লী থানার পূর্ব সুকানপুকুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে, জসিম উদ্দিন একই গ্রামের নুর ইসলামের ছেলে। অতুল পঞ্চগড়ের বোদা থানাধীন মাড়েয়া সর্দারপাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথের ছেলে ও আজিজুল সর্দার পাড়া গ্রামের মুজিব উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ডাকাতদলের ৫ সদস্য জিজ্ঞাসাবাদের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মালামাল ক্রয়/বিক্রয়কারী আজিজুলকে গ্রেপ্তার করে। আজিজুলের কাছ থেকে ট্রান্সফরমারের তারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
অন্য আসামিদের ধরতে ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান এসআই নবিউল।