মাগুরা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরে এ র্যালি বের করা হয়।
মাগুরা সদর উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি ভায়না মোড়, ঢাকা রোড হয়ে পারন্দুয়ালী শহীদ মেহেদি হাসান রাব্বি চত্বরে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন ও নানা স্লোগান দেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সচিব আক্তার হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইদ হাসান টগর, জেলা যুবদল সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।