যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): যশোরের মণিরামপুরে সাপের কামড়ে মো. আজিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আজিমের বড় বোন আট বছরের হালিমা।
নিহত আজিম ও অসুস্থ হালিমা উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্বজনদের অভিযোগ, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না পেয়ে ওঝার কাছে নেওয়ায় মৃত্যু হয়েছে আজিমের। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে সাপে কাটা কোনো রোগীকে নেওয়া হয়নি।
আজিমের মামী রিক্তা বেগম জানান, আজিমের পরিবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের বাড়িতে ভাড়া থাকে। রোববার রাতে আজিম ও হালিমা ওই বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি সাপ আজিমের কানে ও হালিমার পায়ে কামড় দেয়। তাদের চিৎকারে বাড়ির অন্যদের ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে আজিম ও হালিমাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এন্টিভেনম না পেয়ে উপজেলার চালকিডাঙ্গা পেয়ারাতলা গ্রামে এক ওঝার কাছে নিয়ে গেলে সেখানে মারা যায় আজিম। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আফসার আলী জানিয়েছেন, হালিমাকে এন্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।
তবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল আজিমের স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, আজ জরুরি বিভাগে সাপে কাটা কোনো রোগী আসেনি।
এন্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও একজনকে দেওয়ার মতো এন্টিভেনম জরুরি বিভাগে রাখা হয়।