রাঙ্গামাটি, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার জুরাছড়ি উপজেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব মানবিক সহায়তা প্রদান করেন জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান।
এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, হেডম্যান, কার্বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদানকালে জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এখানকার সকল সম্প্রদায়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার ২০টি গৃহহীন ও অসহায় পরিবারের কাছে ২০টি ঘরের চাবি হস্তান্তর, ১২ জন দরিদ্র ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী, দু’জনকে ঘরসহ হাঁসের বাচ্চা বিতরণ এবং দু’জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।